বগুড়া সদর উপজেলায় বগুড়া-৬ ( সদর ) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) গোলাম মোহাম্মদ সিরাজের সরকারি ঐচ্ছিক তহবিলের ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার ১০০টি পরিবারের মাঝে ২ হাজার ৫০০ টাকা করে হস্তান্তর করা হয়েছে। এমপির পক্ষে উক্ত অনুদান বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনি, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. সাইদুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই