গাজীপুরে কালিয়াকৈরে সফিপুর এলাকায় বুধবার বিকেলে তিনটি মুদি দোকানকে ভ্রাম্যমাণ আদালতের ১৫ হাজার জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা সফিপুর এলাকায় প্রাণ কৃষ্ণ, শ্রী কান্ত রবি দাস, গবিন্দ ট্রের্ডাস নামে তিনটি নিত্য প্রয়োজনীয় মুদি দোকানে পণ্যের মুল্য তালিকা না থাকায় প্রতি দোকানে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাসুদুর রহমান, প্রেসকার মাহবুব হোসেনসহ আনসার সদস্যরা।
উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বাজার মনিটরিং করে তিনটি দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম