‘সততাই সর্বোত্তম নীতি’ এই মূলমন্ত্রে বিশ্বাসী হয়ে স্বাধীনতার চেতনা ধারণপূর্বক একজন সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ন, সমাজ সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলব। জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ, দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের বিকাশ, জনগণের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির প্রধান প্রতিবন্ধক দুর্নীতি।
এসব কথার উপর বিশ্বাস রেখে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনা গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে দুর্নীতির বিরুদ্ধে শপথ নিলেন সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম উচ্চ বিদ্যালয়ে এই শপথ অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গুজিয়াম উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্ধোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শপথ বাক্য পাঠ করান দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-পরিচালক মোহা. আবুল হোসেন।
পরে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহের উপ-পরিচালক মোহা. আবুল হোসেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, একাডেমিক সুপার ভাইজার শাহনাজ বেগম, আমিরাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, গুজিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমুখ। আলোচনা শেষে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে পরিচালিত সততা স্টোরের উদ্ধোধন করা হয়।
বিডি প্রতিদিন/এএম