বগুড়ার কাহালুর উলট্র পশ্চিমপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
বৃহস্পতিবার সকালে ঢালাই কাজের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাদল, যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম, বিএনপি নেতা কাজী আব্দুর রশিদ, ফরিদুর রহমান ফরিদ, আনিছার রহমান আনিছ, তোফাজ্জল হোসেন আজাদ, আব্দুল হান্নান, ফরিদ উদ্দিন ফকির, ছামছুল হক তরফদার, আলহাজ্ব আব্দুল করিম, আব্দুল মান্নান, মাহবুবুর রহমান, আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উলট্র পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তারা, কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মিলন সরদার, কাহালু উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র সাধারণ সম্পাদক মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহম্মেদ রনি, কাহালু পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহম্মেদ (ফাহিম), সাধারণ সম্পাদক রিমন রাহাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জ্বর আল গেফারীসহ গ্রামের গণমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/ফারজানা