পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মুনিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।
জানা যায়, খলিলপুর গ্রামে মুনিয়া নিজেদের পুকুর পাড়ে খেলতে যায়। একপর্যায়ে সে পানিতে পড়ে। এদিকে মুনিয়াকে তার মা খুঁজতে থাকেন। তাকে না পেয়ে পরিবারের লোকজন পুকুর ও পুকুরের আশপাশে খোঁজা শুরু করেন। পরে পুকুর থেকে মুনিয়াকে উদ্ধার করা হয়। এরপর তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই