দি জামালপুর চেম্বার অব কর্মাসের ৩৫তম সাধারণ সভা ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জামালপুর চেম্বার ভবনে আয়োজিত ৩৫তম সাধারণ সভায় জামালপুর চেম্বার অব কর্মাসের সভাপতি ও এফবিসিসিআইর সহসভাপতি মো. রেজাউল করিম রেজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, চেম্বারের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন খান, চেম্বার পরিচালক ইকরামুল হক নবীণ, চেম্বার পরিচালক ও জামালপুর বিসিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান মিলন, ব্যবসায়ী আব্দুল আওয়াল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ