শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান তৈরিতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবার অনুষ্ঠিত হলো কর্মসংস্থান মেলা। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে এ মেলার আয়োজন করেছে কারিতাস বাংলাদেশ। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহ্সান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফেরদৌস রহমান, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থার (সিকোডা) নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ। এসময় চাকরি প্রত্যাশী প্রশিক্ষণার্থী এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কারিতাস বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী বলেন, মেলায় ৪টি ট্রেডে তিন মাসের প্রশিক্ষণ সমাপ্তকারী ৪৭৫ জনের মধ্যে ২১৮ জনকে চাকরি প্রদান করেছে বিভিন্ন কোম্পানি ও কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেল।
কারিতাস সূত্রে জানা যায়, দাতা সংস্থা ক্যাফোড ইংল্যান্ডের আর্থিক সহযোগিতায় ২০১৯ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৪৭৫ জন বেকার যুবক-যুবতীকে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, ইলেকট্রিক অ্যান্ড হাউজ ওয়ারিং, কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং এই প্রশিক্ষণ প্রদান করেছে।
বিডি প্রতিদিন/এমআই