ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ থেকে শুরু হয়ে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ছিলো উপচে পড়া ভিড়। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৩১টি স্টল এতে অংশ নেয়। এ সমস্ত দপ্তর তাদের কার্যক্রম পোস্টার, লিফলেট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনসহ দৃশ্যমান করেছে।
এতে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা ফুটে উঠেছে। ৭ দিন ব্যাপী মেলাশেষে মূল্যায়ণের ভিত্তিতে শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অর্জন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দ্বিতীয় স্থান অর্জন করেছে সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয় এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে উপজেলা শিক্ষা অফিস এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ।
এ মেলা থেকে দর্শণার্থীরা আগ্রহ সহকারে বিভিন্ন দপ্তরের উদ্যোক্তাদের পণ্য ক্রয় করেছে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো চমকপ্রদ।
বিডি প্রতিদিন/এএ