দুদকের দায়েরকৃত প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় কারাগারে থাকা বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানকে চিকিৎসার জন্য ১৫ দিনের জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
দুদকের করা পৃথক দুটি অর্থ আত্মসাতের মামলায় পৌর মেয়র খান হাবিবুর রহমান ও পৌর সভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম গত ১৬ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন। এসময় তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে তিনি বাগেরহাট জেলা কারাগারে আটক ছিলেন।
খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক। তবে দুর্নীতির মামলার অপর আসামি পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম এখনো বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।
দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জী জানান, বিচারক আইনজীবীদের কাছ থেকে অসুস্থতার ডাক্তারি সনদপত্র দেখে মানবিক কারণে মেয়রের চিকিৎসার জন্য আগামী ১৫ দিনের জামিন মঞ্জুর করেছেন।
বিডি প্রতিদিন/এমআই