টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে স্বপন চক্রবর্তী (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকাল ১০ টায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাঞ্চনপুর ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত স্বপন চক্রবর্তী উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলী পাড়া গ্রামের কানাই চক্রবর্তী'র ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। নিহতের ১০ বছর ও দুই বছরের দুই ছেলে সন্তান রয়েছে।
নিহতের চাচাতো ভাই শীতল চক্রবর্তী জানান, সন্ধ্যায় বাড়ির উঠান থেকে বের হওয়ার সময় তাকে সাপে কামড় দেয়। কবিরাজের খোঁজ করা হয়, তার আগেই বিষ পুরো শরীরে উঠে যায়। পরে রাতেই তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।
কাঞ্চনপুর ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান উজ্জ্বল জানান, সন্ধ্যায় ওই যুবককে সাপে কামড় দেয়। পরে আজ সকাল ১০ টায় তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন