দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের দ্বন্দ্বের কারণে টানা ১১ দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে ও ভোগান্তিতে পড়েছেন চলাচলকারী যাত্রীরা। বাস বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়ায় অটোরিকশায় বিভিন্ন স্থানে যাতায়াত করলেও সময় মতো যেতে পারছেন না অনেকে।
জানা যায়, বাসে অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের দুর্ব্যবহার করাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে গত ১৪ মার্চ থেকে ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক-মালিক।
শ্রমিকরা বলছেন, ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসে চলাচলকারী মধ্যপাড়া পাথর খনি এলাকার শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিয়ে যাতায়াত করলেও তারা সিট নিয়ে বাসের হেলপার চালকদের সাথে দুর্ব্যবহার করে। এর প্রতিবাদ করায় মধ্যপাড়া বাজারের স্থানীয় বাসিন্দারা শ্রমিকদের ওপর হামলা করে। এই প্রতিবাদে বাস চলাচল চন্ধ করে দেওয়া হয়।
অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, অর্ধেক ভাড়া দেওয়ায় প্রতিদিনই বাসের হেলপার-চালকরা শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করেন। এর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলা করে বাস শ্রমিকরা।
এ বিষয়ে মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক এটিএম মাহবুবুর রহমান বুলবুল বলেন, ছাত্রদের অভিভাবকরা শ্রমিকদের ওপর হামলা করে ও তাদের অনৈতিক দাবি মানতে হরিরামপুর ইউপি চেয়ারম্যান বাসের শ্রমিকদের নিকট জোরপূর্বক মুচলেকা নেওয়ায় তারা ক্ষোভে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, ছাত্র-অভিভাবক ও শ্রমিকদের মাঝে একটি আপসনামা করা হয়েছে। শ্রমিকরা সেই সময় আপসনামা মেনে নিলেও, তাদের নেতারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই