স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে তথ্যচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল ম্যানেজার এবিএম মিজানুর রহমান রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন