সম্মিলিত লেখক সমাজ রংপুর আয়োজিত টাউন হল বধ্যভূমি মাঠে ৯ দিনব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বইমেলার উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশন এর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলা উপকমিটির আহ্বায়ক কবি মনজিল মুরাদ লাভলু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আতিক উল আলম কল্লোল, বইমেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, চিকিৎসক ও সাহিত্যিক ডা. মফিজুল ইসলাম মান্টু, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
এ বইমেলা ২৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৩ টা হতে রাত ৯ টা পর্যন্ত চলবে। এবারের রংপুর বইমেলায় স্থানীয় প্রকাশনী, লিটলম্যাগ ও সাহিত্য সংগঠনের প্রকাশনী অংশ নিচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন