১০ বছর বা তার বেশি সময় চলমান মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহে বিচার বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর হোসেন আরও বলেন, বিচার বিভাগ যত ধরনের আধুনিকায়ন সম্ভব তা করা হচ্ছে। বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগ সম্মিলিতভাবে কাজ করলে দ্রুত বিচার কাজ শেষ করা সম্ভব। পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিতে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মূল ঘটনা মিডিয়ায় তুলে ধরলে বিচার কার্যক্রম আরও সুন্দর হয়। এজন্য সংবাদকর্মীদের সঠিক সংবাদ পরিবেশন করতে হবে।
বিচারকদের উদ্দেশে বিচারপতি বলেন, আমরা সাধারণ মানুষের বিচার দ্রুত দিতে চাই। মানুষ হয়রানি না হয়, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই