কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার সংলগ্ন এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাগমারা এলাকার দত্তপুর অধ্যক্ষ আবুল কালাম মজুমদার কলেজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। রাত ১১টায় এসব তথ্য নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমেদ।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, নোয়াখালীগামী যাত্রীবাহী একটি বাস ও ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুই থানায় আনা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ