দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর-দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। ফেরি সংকট, নাব্যতা সংকটের কারণে ঘাটে ফেরি থেকে যানবাহনের লোড-আনলোডে সমস্যার কারণে ভোগান্তি বেড়েছে। গত দুই সপ্তাহ ধরে এরুটে ভোগান্তি লেগেই আছে। ফেরিঘাটের ভোগান্তি যেন স্থায়ী রূপ ধারণ করেছে।
জেলা পুুলিশের তথ্যমতে শুক্রবার সকাল পর্যন্ত ফেরিপারের অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। যাত্রী ও যানবাহন পারাপারে সহযোগিতার পাশাপাশি মহাসড়ক সচল রাখতে হিমশিম খাচ্ছে জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা। যাত্রীবাহী বাসগুলোকে পদ্মা পাড়ি দিতে সময় লাগছে ৫-৬ ঘণ্টা।
অন্যদিকে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান পার হতে সময় লেগে যাচ্ছে তিনদিন পর্যন্ত। এসব বিষয় চিন্তা করে রাজবাড়ী জেলা পুলিশ কন্ট্রোলরুমের মাধ্যমে জেলা সহ পাশ্ববর্তী জেলার যানবাহনগুলোকে ফেরিঘাট এড়িয়ে বিকল্প পথ তথ্য প্রেরণ করেছেন।
তথ্য প্রেরণের বিষয়টি রাজবাড়ী ট্রাফিক বিভাগের বেশ কয়েকজন সদস্য বাংলাদেশ প্রতিদিনের কাছে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. সাঈদুর রহমান বলেন, দৌলতদিয়া পাটুরিয়া-নৌরুটে ফেরির সংখ্যা কমেছে। বেশ কয়েকদিন ধরে যাত্রীবাস বাস ও পণ্যবাহী পরিবহনগুলোকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব বিষয় চিন্তা করে আমরা পুলিশ কন্ট্রোলরুমের মাধ্যমে পাশ্ববর্তী জেলাগুলোতে তাদের জেলার পরিবহন গুলোর ভোগান্তিতে না পড়তে অন্য নৌরুট ব্যবহারের পরাশর্ম প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মডেল স্কুল পর্যন্ত দুই লেনে কয়েক’শ যাত্রীবাহী বাস। সেখান থেকে পদ্মার মোড় পর্যন্ত পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সিরিয়াল রয়েছে। পদ্মার মোড় থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়ক সচল রাখতে গোয়ালন্দ মোড়ে ট্রাক ও কাভার্ডভ্যান আটকে দিচ্ছেন পুলিশ সদস্যরা। রাজবাড়ী গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর পর্যন্ত ফেরিপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। জেলা পুলিশের তথ্যমতে বর্তমানে ফেরি পারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাসযাত্রীরা বলেন, দৌলতদিয়া ঘাটে সব ধরণের বাস সিরিয়ালে পারাপার হয়। কোন তদবীর সুপারিশে কাজ হয়না। আপনি যে বাসের যাত্রী হয়ে থাকেন সিরিয়ালে পার হতে হবে। কিন্তু ফেরির সংখ্যা কমে আসার কারণে ভোগান্তি সৃষ্টি হয়েছে। ট্রাফিক ব্যবস্থার উন্নতির ছাড়া ফেরিঘাটের সব জায়গায় অপরিকল্পনা আর অব্যবস্থাপনা রয়েছে।
আটকে পড়া ট্রাক চালকেরা অভিযোগ করে বলেন, গোয়ালন্দ মোড়ে থেকে শুরু হয় ভোগান্তি। ফেরিপারে সময় লেগে যায় তিনদিন পর্যন্ত। ক্ষোভ প্রকাশ করা যাত্রীরা বলেন, বাংলাদেশ থেকে বিশ্বের যেকোন দেশে যেতে তিনদিন লাগে না। অথচ গোয়ালন্দ মোড় থেকে পদ্মা পাড়ি দিতে সময় লাগে তিনদিন পর্যন্ত।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো.শিহাব উদ্দীন বলেন, এরুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করে। আজকের মধ্যে আরও দুইটি রো রো ফেরি যুক্ত হলে সমস্যার সমাধান হতে পারে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন