জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দেশ পরিচালনার প্রধান শক্তি হলো শিক্ষা। এই শিক্ষাকে তরান্বিত করে উন্নয়নের দারপ্রান্তে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এই চিন্তা চেতনাকে ধারণ করেই শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। দেশের তৃণমূল পর্যায়ে শিক্ষার প্রতিভা আজ ঘরে ঘরে।
শুক্রবার দিনাজপুর হলি ল্যান্ড কলেজ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইকবালুর রহিম বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে দিনাজপুর হলি ল্যান্ড কলেজ যে দায়িত্ব নিয়ে শিক্ষার আলোয় আলোকিত করছে শিক্ষার্থীদের। তা আজ দেশব্যাপী প্রশংসিত। দিনাজপুর শিক্ষার নগরীতে পরিণত হয়েছে। তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশ গড়ে সরকার এখন ১১১ রকমের সেবা দিচ্ছে জনগণকে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাঙালি জাতিকে শিক্ষা-সংস্কৃতি, আর্থ-সামাজিক ও উন্নয়নে স্বাবলম্বী করা। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়ন করে জনগণের মুখে হাসি ফোটানো এবং জনগণের সুখ শান্তি ফিরিয়ে এনে জাতিকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার জন্য তিনি শিক্ষার ওপর জোর দিয়েছেন ক্ষমতায় আসার পর থেকেই। বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে
জাতীয় সংসদের হুইপ বলেন, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও মানুষের ভাগ্য পরিবর্তনসহ সকল ক্ষেত্রেই দেশ আজ আলোকিত। উন্নয়নের কারিগরই হলো শেখ হাসিনা। শেখ হাসিনার যোগ্যতা, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতায় বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। তাকে বলা হয় বাংলাদেশের বিস্ময়কর উত্থানের একমাত্র কারিগর।
নবীনবরণ অনুষ্ঠানের আলোচনা শেষে ইকবালুর রহিম এমপি দিনাজপুর হলি ল্যান্ড কলেজ থেকে ২০২১ সালে এইচএসসিতে জিপিএ-৫ এ উন্নীত হওয়ায় বাকপ্রতিবন্ধী শিক্ষার্থী হুমায়রা কাদেরীকে একটি ল্যাপটপ উপহার দেন।
হলি ল্যান্ড কলেজের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুর রউফ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক, দিনাজপুর কোতয়ালী অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন, হলি ল্যান্ড স্কুলের সভাপতি সৈয়দ সায়েম আহমেদ মিঠু, হলি ল্যান্ড কলেজের পরিচালক একেএম মাহফুজুল ইসলাম বিজয়, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
সঞ্চালনায় ছিলেন শিক্ষক পাভেল রায়হান। উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, কলেজের পরিচালক মো. সালাউদ্দিন প্রমুখ। এছাড়াও কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান চলাকালে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই