টাঙ্গাইলে বিপুল পরিমাণে নকল ওষুধসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যর। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত শহরের সাবালিয়া চরজানা এলাকার মৃত শওকত আলীর ছেলে এসএম আক্তার আলী (৬০)।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আক্তার আলী গোপন বিভিন্ন দোকানে নকল ওধুষ সাপ্লাই দিয়ে আসছিলো। তার কাছ থেকে বিভিন্ন কোম্পানীর নকল ওধুষ পাওয়া যায়। যে তার নিজ বাসাতেই এসব নকল ওধুষ সংরক্ষণ করে রেখেছিল। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এএম