২৮ মার্চ দেশব্যাপী ডাকা হরতালের সমর্থনে মাগুরার বাম গণতান্ত্রিক জোটের বের হওয়া মিছিলে ছাত্রলীগ, যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রবিবার সকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে এ মিছিল বের করা হয়েছিল।
বাংলাদেশ সমাজতান্ত্রীক দল বাসদের কেন্দ্রীয় নেত্রী প্রকৌশলী সম্পা বসু অভিযোগ করেন, তিনিসহ জেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, কমিউনিষ্ট পার্টির সভাপতি বীরেন বিশ্বাসসহ নেতা-কর্মীরা একটি মিছিলটি শহর প্রদক্ষিণ কালে মাগুরা গণপূর্ত ভবনের সামনে পৌঁছালে ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা মিছিলে হামলা চালিয়ে ব্যানার ও মাইক কেড়ে নেয়। এ সময় তাদের সাথে বামজোটের নেতৃবৃন্দের ধস্তাধস্তি হয়।
এ প্রসঙ্গে জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রজহমান বলেন, যুবলীগের কোন নেতা-কর্মী এ ঘটনার সাথে কোন কক্রমেই জাড়িত নই।
জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, ছাত্রলীগ বামজোটের মিছিলে হামলা করেছে, এমন কোন ঘটনা তার জানা নেই।
বিডি প্রতিদিন/হিমেল