ময়মনসিংহের ফুলপুরে সড়কের জায়গা দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
রবিবার রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাগলা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের আটকুচি রবিরমারা গ্রামের আব্দুস সুবহান (৪৫), সুবহানের ছেলে রমজান (২২), জৈন উদ্দিন (৬০), ইসরাফিল (৩০), আল আমিন (৩০) ও একজন নারী।
তাদের মধ্যে আল আমিন ও একজন নারী মারামারি থামাতে গিয়ে আহত হন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। গুরুতর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, পাগলা মোড়ে মহাসড়ক ঘেঁষে ইসরাফিলের জায়গা রয়েছে। তার জায়গার সামনে দীর্ঘদিন ধরে দোকানঘর করে ভাড়া দেয় আব্দুস সুবহান। এ নিয়ে ইসরাফিল ও সুবহানের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এবার ইসরাফিল তার একটি ঘরের ভিটি ভরাটের জন্য ট্রাকে করে মাটি এনে সুবহানের দখলকৃত জায়গায় ফেলে। এতে সুবহান তার জায়গা ইসরাফিল নিয়ে যাচ্ছে ধারণা করে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের চারজন আহত হন। আর মারামারি থামাতে গিয়ে আল আমিন ও একজন নারী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সুবহান, রমজান, জৈন উদ্দিন ও ইসরাফিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় এসআই খায়রুল, এসআই জহিরুল হক ও এসআই বাসেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসআই জহির বলেন, ওরা গরিব মানুষ। সড়কের জায়গায় দোকান করে খায়। এক পক্ষের একটি ঘরের ভিটিতে মাটি ভরাটের জন্য ট্রাকে করে মাটি এনে ফেললে জায়গা বেদখল হয়ে যাচ্ছে ধারণা করে। তারা কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন