স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্বাধীনতার সংগ্রাম ও হেমায়েত বাহিনীর অবদান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের আকলিমা হাওলাদার আমেরিকান ইন্টান্যাশনাল স্কুলের উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
হেমায়েত বাহিনীর প্রধান মুখপত্র অধ্যাপক ড.আবদুস সামাদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব পাকিস্তানী সিভিল সার্জন, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান হাওলাদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন হেমায়েত উদ্দিন বীরবিক্রমের বড় ছেলে হাসিব উদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।
আলোচনা সভায় নতুন প্রজন্মের কাছে বক্তারা বঙ্গবন্ধুর জীবন আচরণ ও মুক্তিযুদ্ধে ফরিদপুর অঞ্চলে হেমায়েত বাহিনীর অংশ গ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এএ