নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাওর অঞ্চলে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। এছাড়া মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ শে মার্চ প্রধান অতিথি হিসেবে এ ম্যুরাল উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এবং নেত্রকোণা ৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রেবেকা মমিন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়।
এছাড়াও মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিক উল্লাহ খান, শহীদ স্মৃতি মহাবিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি ও নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান। কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে সভাপতিত্ব করেন সাজ্জাদুল হাসান।
ম্যুরাল উন্মোচন শেষে কলেজের নির্মিতব্য একটি মাল্টিপারপাস ভবন, একটি ডরমিটরি এবং একটি ছাত্রী হোস্টেল ও একটি ছাত্র হোস্টেল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কলেজে একটি বকুল ফুলের চারা রোপণ করেন মন্ত্রী।
বিডি প্রতিদিন/হিমেল