স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সোমবার বেলা ১২টায় কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্প মাঠে ১শ মাকে নিয়ে জাতীয় মহিলা সংস্থা এ সচেতনতা মূলক বৈঠকের আয়োজন করে।
বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান ও মো. শাহজাহান শেখ।
বৈঠকে স্বাধীনতার ইতিহাস, স্বাবলম্বী হওয়ার গল্প ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের ওপর আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম আরম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও কাউন্সিলর সুজন শেখ।
বিডি প্রতিদিন/এএ