চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে শ্রী সুভাস ভকদ (৩০) নামে এক যুবককে ২টি ওয়ান শুটার গানসহ আটক করেছে র্যাব।
আটককৃত সুভাস ভকদ হচ্ছে জেলার শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গা মহল্লার শ্রী ফাষটো ভকদের ছেলে।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে আজ সোমবার সকালে জানিয়েছে র্যাব।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ