রাজবাড়ীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি। আজ সোমবার সকালে রাজবাড়ী প্রেসক্লাব এলাকায় এ কর্মসূচি পালন করে দলটি। এতে বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু।
এসময় জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খোন্দকার গোলাম কবীর, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোমিন, যুগ্ম সম্পাদক হেলাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আক্কাছ আলী বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবু রতন সরকার, পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান চাঁদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ