বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৪শ' গ্রাম গাঁজাসহ সাগর (২৩) নামের এক যুবককে আটক করেছে। আজ পাথরঘাটা কোস্টগার্ড প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার কোস্টগার্ড গোয়েন্দারা জানতে পারে পাথরঘাটা তালতলা বাসস্টান্ডে এক যুবক গাঁজা বিক্রির জন্য নির্ধারিত লোকের অপেক্ষায় আছে।
বাসস্টান্ড এসে একাকি সাগর নামের এক যুবককে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কোস্টগার্ড সদস্যদের তাকে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তার ব্যাগ তল্লাশি করে পোটলা বাঁধা এক কেজি ৪শ' গ্রাম গাঁজাসহ সাগরকে আটক করে। সাগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো ক্রেতার নিকট গাঁজা পৌঁছে দেবার উদ্দেশে। সাগরের বাড়ী বাগেরহাট জেলার বাহারচনা গ্রামে। তার বাবার নাম মৃত. খলিলুর রহমান। পরে সাগরকে পাথরঘাটা থানায় সোপর্দ করে তার বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল