লালমনিরহাটে এক জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার দুপুরে আসামি রুহুল আমিন বাবুর বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ। আসামি রুহুল আমীন বাবুর বাড়ি পাটগ্রাম উপজেলার সমশেরপুর মুন্সীরহাট এলাকায় বলে জানা গেছে।
রংপুর র্যাব-১৩ কোম্পানি কমান্ডার এ মো. রবিউল আলমের নেতৃত্বে লালমনিরহাট বুড়িমারীতে অভিয়ান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য রুহুল আমীন বাবুকে আটক করা হয়। এসময় তার কাছে বিদেশি পিস্তল, ম্যাগজিন গুলিসহ নিষিদ্ধ ঘোষিত ৭৭টি বই, ২শত ৫০টি জঙ্গিবাদ সংক্রান্ত বই ও মোবাইল উদ্ধার করে র্যাব-১৩ এর সদস্যরা।
এ মামলার বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে আসামি রুহুল আমিন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।
বিডি প্রতিদিন/এএম