“শুধু কেনা বেচা নয়, স্বাবলম্বী উদ্যোক্তা তৈরিও আমাদের লক্ষ্য” এ স্লোগানকে সামনে রেখে অনলাইন ফেসবুক গ্রুপ দিনাজপুর গার্লস ক্লাব এর ১লক্ষ সদস্য হওয়ায় নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে। কেক কাটার পাশাপাশি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে জানান দিতে বিভিন্ন শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বই ও শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়।
গত রবিবার দিবাগত রাতে দিনাজপুর শহরের একটি চাইনিজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের দিনাজপুরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক শাহরিয়ার হিরু, রাকিবুল ইসলাম, যুবলীগ নেতা প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের মডারেটর রেনেসা আলম, আসমা মুন, জেসমিন সুলতানা লিজাসহ গ্রুপের সদস্য ও সহযোগীবৃন্দ। ভিডিও কন্ফারেন্সে যুক্ত ছিলেন গ্রুপের এডমিন আফরিন মৌ, আফরোজা মাহমুদ বন্না।
এসময় আয়োজকরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই দিনাজপুর গার্লস ক্লাব উদ্যোক্তাদের কল্যানে কাজ করে যাচ্ছে। উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য ও প্রতিভা প্রকাশের পাশাপাশি পরিচালকবৃন্দের সহযোগিতায় গ্রুপের সদস্যরা অন্যদের অনুসরণ করে উদ্যোক্তাও হচ্ছে। স্বাবলস্বী উদ্যোক্তা তৈরির পাশাপাশি মানসম্মত সেবা বজায় রেখে প্রতিনিয়ত গ্রুপের সদস্য সংখ্যা বেড়েই চলছে বলে জানান তারা।
বিডি প্রতিদিন/এএ