বাংলাদেশ পুলিশ নাট্যদলের পরিবেশনায় ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটি জয়পুরহাটে মঞ্চস্থ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে রবিবার সন্ধ্যায় সার্কিট হাউজ মাঠে নাটকটি মঞ্চায়ন হয়।
নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে সপরিবারে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকান্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে। পুলিশ সদস্যদের নিখুঁত অভিনয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি দর্শকরা।
সাধারণ দর্শকদের পাশাপাশি জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা ও দায়রা জজ নূর ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নৃপেন্দনাথ মন্ডলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ নাটকটি উপভোগ করেন।
বিডি প্রতিদিন/এএ