বাল্যবিয়ে প্রতিরোধে নেত্রকোনায় সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা ব্র্যাক অফিসের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক মতামত তুলে ধরেন বক্তরা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, ব্র্যাক সমন্বয়ক প্রবাল সাহাসহ অনেকেই।
এতে উপজেলা পর্যায়ের প্রশাসনে কর্মরত সকল দপ্তরের কর্মকর্তারা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সাথে সমন্বয় বৃদ্ধি, চ্যালেঞ্জসমূহ ও ভবিষ্যৎ কর্মকৌশল বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ বিষয়ক বক্তব্য রাখেন বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই