বগুড়ায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বগুড়া জিলা স্কুলে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হযরত আলী, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান।
উদ্বোনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, বিজ্ঞান মানব জীবনকে সহজতর থেকে সহজ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আজকের ছাত্ররা তাদের বিজ্ঞান ভিত্তিক চিন্তার বিকাশ ঘটানোর সুযোগ তৈরি হয়েছে। তারা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাচ্ছে। এরমধ্যে দিয়ে তারা আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা পালন করবে।
এবারের ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, বগুড়া পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষ বিভাগের মোট ৫০টি বিজ্ঞান ভিত্তিক স্টল অংশ নিয়েছে। প্রতিযোগিতায় স্টলগুলো সামাজিক, কৃষি, নগরায়ন, স্বাস্থ্যসেবা, যানজট নিরশন, শিক্ষা, নিরাপত্তা, ডিজিটালাইজেশনসহ বিভিন্ন ধরনের প্রজেক্ট তুলে ধরা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম