দ্রব্যমূল্যের ঊর্ধগতি, গণবন্টন ব্যবস্থা চালু, শহর গ্রামের গরীব মানুষের মধ্যে রেশনিং কার্যক্রম শুরু, পর্যাপ্ত টিসিবির দোকান চালুর দাবিতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আওতায় বগুড়ায় ৬ ঘন্টা হরতাল কেউ মানেনি। তবে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখা স্থানীয় সাতমাথায় সমাবেশ করেছে। তারা এই হরতাল সফল হয়েছে বলে দাবি করেছে।
শহরে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সমাবেশ শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সম্মুখে জেলা সমন্বয়ক, সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা কমিটির আহবায়ক এ্যাডঃ সাইফুল ইসলাম পল্টু, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোঃ আমিনুল ফরিদ,বাসদ বগুড়া জেলা কমিটির সদস্য সচিব কমরেড সাইফুজ্জামান টুটুল, গণ সংহতি আন্দোলনের বগুড়া জেলা সমন্বয়ক আব্দুর রশিদ, সিপিবি বগুড়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড সন্তোাষ কুমার পাল, টি ইউ সি বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা কমিটির সভাপতি এ্যাডঃ দিলরুবা নূরী, ক্ষেতমজুর নেতা শহিদুল ইসলাম, কমরেড শ্যামল বর্মন, প্রমূখ । কিন্তু জেলার মহাসড়ক ও শহরের প্রতিটি রাস্তায় দুরপাল্লার বাস-ট্রাকসহ সব রকমের যানবাহন প্রতিদিনের মতোই চলছে। বগুড়ায় হরতালের কোন প্রভাব পরেনি।
বিডি প্রতিদিন/এএ