বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে বই বিতরণ করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার এ কর্মসূচি পালন করা হয়।
কুমিল্লা নগরীর কুমিল্লা আইডিয়াল কলেজের মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় শতাধিক শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ বিভিন্ন অনুপ্রেরণামূলক বই বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু, কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, যুবলীগ নেতা গাজী মনির, মো. জালাল উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, এয়ার আহম্মদ সেলিম, ইমতিয়াজ হাবীব, ফিরোজ রহমান রাসেল, এম এ করিম, আসাদুজ্জামান লিটন, মোহাম্মদ সোহেল আজম, ওবায়েদ খান চৌধুরী ও সেলিম আহমেদ প্রমুখ।
যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে বই বিতরণ করা হয়। এই উপলক্ষে ১৭ মার্চ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। তার মধ্যে উল্লেখযোগ্য দোয়া, খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি।
বিডি প্রতিদিন/এমআই