গ্রীষ্মকালে কুষ্টিয়ার কুমারখালী রেল স্টেশন এলাকায় পা রাখলেই শুনতে পাবেন, ‘পানি খান, তৃষ্ণা মিটান, পয়সা লাগবে না।’ এভাবে ট্রেনযাত্রীদের প্রায় সাত বছর ধরে বিনামূল্যে বিশুদ্ধ, পরিষ্কার ও ঠাণ্ডা পানি পান করিয়ে আসছেন, হামিদুর রহমান শিপন। তবে শিপনকে সবাই ‘ভিন্ন শিপন’ নামেই বেশি চেনেন।
আজ সোমবার দুপুরে ‘ভিন্ন শিপনের’ তৃষ্ণার্থ মানুষকে বিনামূল্যে পানি পান করানো কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী, কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমারখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের মৃত জলিল শেখের ছেলে হামিদুর রহমান শিপন পেশায় হকার। রেল স্টেশনসহ বিভিন্ন জায়গায় হকারি করেই তিনি পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। হতদরিদ্র হলেও শিপন পরোপকারী। মানুষের আপদে বিপদে ছুটে যান। ২০১৩ সালে রেল স্টেশন এলাকায় বিক্রেতা বিহীন ভিন্ন রকম দোকান স্থাপন করে ব্যাপক সাড়া ফেলেন তিনি। সে সময় বিভিন্ন গণমাধ্যমে বিক্রেতা ছাড়াই ভিন্ন রকমের এই দোকানের সংবাদ প্রকাশ পেলে শিপনের ব্যাপক পরিচিতি পান।
সেই থেকেই তিনি ‘ভিন্ন শিপন’ নামেই সবার কাছে পরিচিত। এরপর ২০১৫ সালে কুমারখালী রেল স্টেশন এলাকায় শিপন বিনামূল্যে যাত্রীদের পানি পান করানোর উদ্যোগ নেন। ট্রেন আসার সময় হলেই তিনি হাতে পানির পাত্র ও গ্লাস নিয়ে হাক ছাড়েন ‘পানি খান, তৃষ্ণা মিটান, পয়সা লাগবে না।'
শিপন বলেন, ‘আমি পেশায় একজন সামান্য হকার। কিন্তু মানুষের জন্য নিঃস্বার্থভাবে কিছু করতে পারলে মনে শান্তি আসে। চেষ্টা করছি মানুষ হিসেবে মানুষের উপকার করার, আমার সামর্থ্য অনুযায়ী একটু পাশে দাঁড়ানোর।’
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ‘ভিন্ন শিপন একজন সাদা মনের ও পরোপকারী মানুষ। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্যই এখানে ছুটে এসেছি। শিপনের এই মহতী কার্যক্রমের উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।’ শিপনের এ ধরনের যে কোন ভালো উদ্যোগে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।’
বিডি প্রতিদিন/নাজমুল