খাগড়াছড়িতে টিআইবি ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার খাগড়াছড়ি সরকারি কলেজের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে তথ্য অধিকার নিয়ে বিশদ উপস্থাপন করেন টিআইবির কো-অর্ডিনেটর আব্দুর রহমান। তিনি তথ্য আইনে আবেদন ফরম পূরণসহ তথ্য অধিকার নিয়ে যাবতীয় বিষয়াদি তুলে ধরেন। কর্মশালায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দিন। সভাপতিত্ব করেন সনাকের সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ও সনাক সদস্য মো. জহুরুল আলম। বিশেষ অথিতির বক্তব্য রাখেন জাহিদ হাসান, সম্পাদক শিক্ষক পরিষদ। সহকারী অধ্যাপক ইংরেজী বিভাগের অর্জিতা খীসা ও সনাক সদস্য অংসু মারমা।
কর্মশালায় সরকারি কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। একই বিষয়ের ওপর যুব উন্নয়ন কার্যালয়ে সম্মেলন কক্ষে পৃথক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই