কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোগপাড়ায় পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় আজহারুল ইসলাম টিটু (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে।
তিনি করিমগঞ্জ উপজেলার কিরাটন বিছারকান্দা গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজহারুল ইসলাম টিটু মোটরসাইকেলে করে যাওয়ার সময় ভোগপাড়া নামক স্থানে একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন টিটুকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ নিহত টিটুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনার পর পিকআপ ফেলে চালক পালিয়ে যান।
বিডি প্রতিদিন/আবু জাফর