বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা ইউনিয়নের হাতেমপুর গ্রামে ২০২১ সালে চাঞ্চল্যকর মা ও শিশু কন্যা হত্যা মামলার অন্যতম আসামি রিমনকে (১৯) গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পাথরঘাটার হাতেমপুর গ্রাম থেকে রিমনকে গ্রেফতারের পর পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, এই মামলায় এ পর্যন্ত ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২০২১ সালের ৩ জুলাই পারিবারিক কলহের জেরে মা ও মেয়েকে হত্যা করে লাশ বাড়ির পাশে পুতে রাখা হয়।
বিডি-প্রতিদিন/শফিক