বরগুনায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, জুয়া ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার নাপিতখালী পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে নাপিতখালী পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মঞ্জুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম শহিদ, এসআই মোমিন, সাংবাদিক অলিউল্লাহ ইমরান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সভায় অভিভাবক ও শিক্ষকরা এলাকায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অঙ্গীকার করেন।
বিডি প্রতিদিন/এমআই