কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ রকিবুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক যুবক একই ইউনিয়নের পূর্ব লেদা এলাকার ওহিদুল কাদেরের ছেলে। কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র পরিচালক (ল’এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাহ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেদা টাওয়ার রহমত উল্লাহ মার্কেটের সামনে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করে। পরে তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর