গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আলমগীর মণ্ডলের (৩২) আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলমগীর সাঘাটার দক্ষিণ দিঘলকান্দি গ্রামের জব্বার মণ্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, দিঘলকান্দি গ্রামের সুমি আক্তারের সাথে ২০১৫ সালে আলমগীরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মনোমালিন্য শুরু হয়। যেকারণে আলমগীর প্রায়ই সুমিকে মারধর করতেন। ২০১৬ সালের ২১ জুন তিন মাসের অন্তঃসত্ত্বা সুমিকে নিজ বাড়িতে পিটিয়ে হত্যা করে বিছানায় শুয়ে রাখেন আলমগীর।
২২ জুন আলমগীর ও তার বাবা-মা ও ছোট ভাইকে আসামি করে সাঘাটা থানায় মামলা করেন সুমির বাবা শুকুর আলী মোল্লা। পরে ২০১৭ সালের ৪ মে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই