রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ২টি অবৈধ ইট ভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে বাগমারা উপজেলার বাইগাছা ও গাঙ্গোপাড়া এলাকার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বে দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কবির হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন জানান, এই অভিযানে বাগমারা উপজেলার বাইগাছা ও গাঙ্গোপাড়া এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী লাইসেন্স না থাকা এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে পরিবেশের ক্ষতিসাধন করায় ২টি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ২টি ইটভাটার অনুমোদনহীন অবৈধ ড্রাম চিমনি অপসারণ করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন