কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকা থেকে একটি চাকু, একটি রামদাসহ একজন স্থানীয় ও একজন রোহিঙ্গাকে আটক করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স ক্যাম্প অভ্যন্তরে নিয়মিত টহল ডিউটি করাকালে সন্দেহজনক আচরণের কারণে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গ্রামের আবুল হোসেনের ছেলে নুর হোসেন (৩৮) এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এইচ, শেড-৬৬৯/০৫, এমআরসি- ৩২৪৯৮ এর বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে রোহিঙ্গা খালেদ হোসেনকে (২৮) আটক করতে সক্ষম হয়। তাদের হেফাজত থেকে একটি চাকু ও একটি রামদা উদ্ধার করা হয়। আটকরা ক্যাম্প এলাকায় ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জনশ্রুতি রয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার দেশীয় অস্ত্রসহ আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ