শেরপুরে শহরের অসহনীয় যানজট নিরসন, শহরের প্রবেশমুখে আমনকুড়া বিলের ময়লার ভাগাড় স্থানান্তরে ও নাগরিক দুর্ভোগ লাঘবে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ এপ্রিল) দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় নাগরিক সংগঠন জনউদ্যোগ এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় বক্তারা শেরপুর শহরের অসহনীয় যানজট নিরসন, শহরের প্রবেশমুখে আমনকুড়া বিলের ময়লার ভাগাড় স্থানান্তর ও জেলা সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিষয়গুলোর প্রতি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে অচিরেই নাগরিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলার কর্মসূচি দেওয়া হবে বলে আয়োজকরা জানান।
সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, রাজনীতিবিদ শামীম হোসেন, সোলায়মান হোসেন, নারীনেত্রী আইরিন পারভীন, আঞ্জুমান আরা যুথী প্রমুখ। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুল।
বিডি প্রতিদিন/হিমেল