গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের পদ্মপাড়া এলাকা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের পদ্মপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন (৪০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। গত শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফিরেননি। পরে তার স্ত্রী আলিয়া বেগম বিষয়টি বাড়ির অন্য সদস্যদের জানায়। এরপর সবাই মিলে তাকে খোজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তারা বাড়ির দক্ষিণ পাশে একটি কাঠাল গাছের ডালের সাথে গলায় চাদর পেছানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখেন। এ সময় তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, নিহতের লাশ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিতে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম