কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের কালজানী নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ যুবকের নাম নাজমুল। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে।
নিখোঁজ নাজমুলের ভাই নাছির আলী জানান, শুক্রবার রাত এগারোটার দিকে নাজমুল আরও দুইজনের সাথে কালজানী নদীর পাড়ে বসে গল্প করছিল। এসময় বিজিবির একটি টহল দলকে দেখে ভয়ে তাদের একজন দৌড়ে পালায়। কিন্তু তাৎক্ষণিক নাজমুল ও তার সাথে থাকা অপরজন কালজানী নদীতে ঝাঁপ দেয়। পরে নদীতে ঝাঁপ দেয়া একজন নদী থেকে তীরে উঠতে পারলেও নাজমুল নিখোঁজ রয়েছে। শনিবার দিনভর অনেক খুঁজলেও তার স্বজনরা আর তাকে পাননি।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত)আজাহার আলী জানান, শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনও নিখোঁজ নাজমুলকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম