নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘরে ঢুকে মা-বাবার সামনে এক স্কুলছাত্রকে হত্যার চেষ্টা করে এক যুবক। এ ঘটনায় ঐ স্কুল ছাত্রের মা বাদী হয়ে তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পাইনাদী নতুন মহল্লার আল কারীম টাওয়ারে এ ঘটনা ঘটে। শনিবার (১৬ এপ্রিল) এ ঘটনায় ঐ স্কুলছাত্রের মা পপি আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। হত্যাচেষ্টাকারী ঐ যুবকের নাম মো. মুন্না (২৩)। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার বেলায়েত হোসেনের ছেলে। ২০১৬ সালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলো।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তাদের বাসার কলিং বেল বাজায় মুন্না। তখন তার ছেলে মো. তাওহিদুর রহমান (১১) তার প্রাইভেট শিক্ষক এসেছে ভেবে দরজা খুলে দেয়। এসময় গামছা দ্বারা মুখ বাধা অজ্ঞাতনামা ঐ যুবককে দেখতে পায়। তখন ওই অজ্ঞাতনামা যুবক তাদের বাসার ভিতর প্রবেশ করে তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে তাওহিদের উপর আক্রমণ করে তাকে হত্যার চেষ্টা চালায়। তাওহিদ গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এসময় তাওহিদের বাবা মো. হাবিবুর রহমান (৫০) ছেলেকে বাঁচাতে তাৎক্ষণিক চাকুটি ধরে ফেলে। ফলে হাবিবুর রহমান রক্তাক্ত জখম হয়। তখন তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঐ যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান (পিপিএম বার) জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে যুবকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল