রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলা থেকে ২১ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। পীরগাছার চৌধুরাণী বাজার থেকে জুয়া খেলার অপরাধে ১৪ জন জুয়ারীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ দিকে ওই বাজারের গ্রামীণ ব্যাংক সংলগ্ন একটি ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। অপরদিকে কাউনিয়া উপজেলায় ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের নামে মামলা দায়েরের পর তাদের রংপুর আদালতে পাঠানো হয়।
পীরগাছা থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই বাজারে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে টাকা দিয়ে জুয়ার আসর বসাতো জুয়ারীরা। গত শুক্রবার রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের আলম মিয়া (৩৮), চৌধুরাণী রামচন্দ্রপাড়া গ্রামের লতিফ খানের ছেলে তাজুল ইসলাম (৪১), লেবু মিয়া (৪০), তোফাজ্জল হোসেনের ছেলে বুলেট মিয়া (৩৩), ঠান্ডা মিয়ার ছেলে ফারুক হোসেন (৩৮), হান্নান সরকারের ছেলে রাজিব মিয়া (৩৮), হাবিল মিয়ার ছেলে হামিদুল ইসলাম (৪০), আবুল কাশেমের ছেলে জাহিদুল ইসলাম জুয়েল (৪০), নওহাটী গ্রামের রুহুল আমিনের ছেলে সিহাব মিয়া (৩২), দিলালপাড়া গ্রামের ওসমান গণির ছেলে মোতালেব মিয়া (৫৫), নুরু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৭), জামিরজান গ্রামের আমির উদ্দিনের ছেলে মোন্নাফ মিয়া (৪০), কুতুব্বাস গ্রামের ইনছার আলীর ছেলে শুকুর আলী (৪৬) ও দাদন গ্রামের ফরমান আলীর ছেলে আনোয়ার হোসেন (২৭)। এসব জুয়ারী দীর্ঘদিন থেকে টাকা দিয়ে জুয়া খেলতো। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার সরাঞ্জামাদি উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, গ্রেফতারকৃতদের নামে মামলা দায়েরের পর শনিবার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়। অপরদিকে শুক্রবার রাতে কাউনিয়া উপজেলার বল্লভবিষু এলাকায় জুয়ার আসর হতে ৭ জন জুয়ারুসহ জুয়া খেলার সরঞ্জাম, ২টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৫৬০ টাকা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলেন জলঢাকা উপজেলার প্রিয়নাথ চন্দ্র রায় (৩২) সুন্দরগঞ্জের দীলিপ চন্দ্র বর্মন (২৫) একই উপজেলার গবিন্দ চন্দ্র বর্মন (৫৮) পীলগাছাছ উপজেলার বিপুল চন্দ্র সিংহ (৩২) কাউনিয়ার মো. শফিকুল ইসলাম লাবু (৪৭) ও মো. লেবু মিয়া (৪৬)।
কাউনিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান মাসুম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল