পারিবারিক আদালতে তিন বছরের সাজাপ্রাপ্ত সেকেন্দার আলী নামে এক আসামি পলাতক থেকে ৯ বছর পর পুলিশের হাতে ধরা পড়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় চিরিরবন্দর উপজেলার রানীবন্দর এলাকায় অভিযান চালিয়ে চিরিরবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি সেকেন্দার আলী চিরিরবন্দর উপজেলার রানীপুর মালুয়া পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, ২০১৩ সালে পারিবারিক আদালতে সেকেন্দার আলীর তিন বছরের কারাদণ্ড হয়েছিল। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাকে আটক করা হয়। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর