নাটোরের গুরুদাসপুরে মাদ্রাসার বারান্দা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শনিবার (১৬) এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১১টার সময় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার উদবারিয়া দাখিল মাদ্রাসায় ওই মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শাসরোধ করে হত্যা করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুল মতিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত পরিচয়ের মরদেহ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। তদন্ত শেষে মূল ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল