বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া এলাকায় ফরিদা বেগম (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার মুখে গামছা বাঁধা ও বালিশ চাপা দেওয়া নিহত ফরিদা বেগম উপজেলার বারাশিয়া গ্রামের মৃত সরদার রবিউল ইসলামের দ্বিতীয় স্ত্রী।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলিমুজ্জামান জানান, ফরিদা বেগম বাড়ীতে একা বসবাস করতেন। রবিবার সকালে ঘরে তালা লাগানো দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙ্গে খাটের উপর গামছা বাঁধা ও বালিশ চাপা দেওয়া অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে পায়। প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বা হত্যার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম